📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আয়ারল্যান্ড ম্যাচে মাত্র ১ রান করেছিলেন। পাকিস্তান ম্যাচে ৪। এখনও পর্যন্ত T20 বিশ্বকাপে এই দুটি ইনিংসই এল ওপেনার বিরাট কোহলির ব্যাটে। নাসিম শাহের ডেলিভারিতে স্কয়্যারে মারতে গিয়ে সহজ ক্যাচ দিয়ে ফিরলেন বিরাট কোহলি। আর ১৩ রান করে ফিরলেন রোহিত শর্মাও। উইকেট পেলেন শাহিন শাহ আফ্রিদি। ৩ ওভারের মধ্যেই ফিরলেন দুই ওপেনার।
এদিন বৃষ্টিতে টস দেরি করে হয়। টস জিতে প্রথমে ফিল্ডিং নেয় পাকিস্তান। খেলা শুরুর পর ফের বৃষ্টি নামে। শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহকে ভালই সামলান অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু বেশিক্ষণ টিকতে পারলেন না তিনিও। বিরাট ফেরার পরের ওভারেই ফিরলেন রোহিতও। ৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২০ রান তুলেছে টিম ইন্ডিয়া।