📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রবিবার রাষ্ট্রপতি ভবনে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গেই শপথ নিলেন মোট ৭২ জন মন্ত্রী। মোদী ছাড়া শপথ নিলেন রাজনাথ সিং, অমিত শাহ, নিতিন গাডকারি, নির্মলা সীতারমণ সহ আরও অনেকেই। এদিন শপথ গ্রহণ অনু্ষ্ঠানে হাজির নানান জগতের তারকারা। শপথ গ্রহণ অনুষ্ঠানের পরেই রয়েছে নৈশভোজের আয়োজন। জানা যাচ্ছে সেই নৈশভোজের আয়োজন করেছেন বিজেপির সভাপতি জেপি নাড্ডা ।
ANI-র খবর অনুযায়ী, শপথগ্রহণ অনুষ্ঠানের পর এনডিএ-র সাংসদদের জন্য বিশাল নৈশভোজের আয়োজন করা হয়েছে। কী কী রয়েছে মেনুতে? জানা যাচ্ছে রয়েছে গরমের কথা মাথায় রেখে ভোজসভার পদগুলি বাছা হয়েছে। সেখানে যেমন রয়েছে বিরিয়ানি, সেরকমই রয়েছে নানা ধরনের ফল, কুলফি, নানারকমের রায়তা। মেন কোর্সে রয়েছে দম বিরিয়ানি, জোধপুরি সব্জি, ডাল, বাজরার খিচুড়ি, পাঁচ রকমের রুটি-পরোটা, এছাড়া থাকছে পাঞ্জাবি খাবারের আলাদা কাউন্টার। ডেজার্টে রয়েছে অনেক ধরন। রয়েছে নানা রকম ফলের রস, পুর ভরা লিচু, মটকা কুলফি, আমের ক্রিম, তিন রকমের রায়তা, রসমালাই, ছানার মিষ্টি, রাজস্থানের চার রকমের ঘেওয়ার। এছাড়া চা-কফি তো রয়েইছে।