📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: জামাইষষ্ঠীতে অর্ধদিবস বন্ধ থাকবে সমস্ত রাজ্য সরকারি দফতর। ওই দিন অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে বেলা দুটোর পরেই ছুটি পাবেন সরকারী কর্মীরা। রাজ্যের অর্থ দফতরের তরফে শুক্রবার একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, ১২ জুন জামাইষষ্ঠী উপলক্ষ্যে সব রাজ্য সরকারি দফতর বন্ধ থাকবে। এমনকি, রাজ্য সরকারের অধীনস্থ সংস্থাগুলিও অর্ধ দিবস বন্ধ থাকবে ওইদিন। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে জেতার পর মুখ্যমন্ত্রী জামাইষষ্ঠীর দিন অর্ধদিবস ছুটি ঘোষণা করেন। তারপর থেকে ওইদিন রাজ্য সরকারি কর্মীরা অর্ধদিবস ছুটি পান।
জামাইষষ্ঠীর দিন কয়েকঘণ্টা বন্ধ থাকবে সমস্ত সরকারি অফিস, জানাল অর্থ দফতর!

