📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রবিবারও বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায়। পাশাপাশি বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ হতে পারে। এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। তবে দক্ষিণের কয়েকটি জেলায় সামান্য বৃষ্টি হতে পারে।রিমাল ঘূর্ণিঝড়ের রেশ কেটে যাওয়ার পর থেকেই দক্ষিণবঙ্গে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। কলকাতা, বর্ধমান, দুই মেদিনীপুর, বাঁকুড়া সহ একাধিক জেলায় তাপমাত্রা বাড়ছিল লাফিয়ে লাফিয়ে। তবে আগামী সপ্তাহ থেকে পরিস্থিতি বদলের সম্ভাবনা।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কলকাতা, হাওড়া, দুই পরগনা, নদিয়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। অন্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।