কার্তিক মহারাজ পেলেন কেন্দ্রীয় নিরাপত্তা, ভারত সেবাশ্রমের সন্ন্যাসীর পাহারায় চার জওয়ান

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভারত সেবাশ্রম সঙ্ঘের মুর্শিদাবাদের বেলডাঙার সন্ন্যাসী কার্তিক মহারাজের (স্বামী প্রদীপ্তানন্দ) নিরাপত্তার দায়িত্বে এখন থেকে থাকবেন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর চার জওয়ান।

ভোট মিটতেই তাঁর জন্য ব্যবস্থা করা হল বিশেষ নিরাপত্তার। ঘটনার সত্যতা স্বীকার করে কার্তিক মহারাজ বলেন, ‘‘সন্ন্যাসী হিসাবে আমার নিরাপত্তাহীনতা কিংবা বাড়তি নিরাপত্তার কোনও লালসা নেই। কিন্তু আমার আশ্রমে দু’হাজারেরও বেশি ছাত্রছাত্রী রয়েছে। তাঁদের কথা ভেবে নিরাপত্তার আবেদন করেছিলাম। সেটা মঞ্জুর হয়েছে।”

error: Content is protected !!