কাঁধে ট্রলি নিয়ে হাঁটছেন রাজধানীর যাত্রীরা! ট্রেন বন্ধের জেরে চরম ভোগান্তির ছবি শিয়ালদহে

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শিয়ালদহ স্টেশনে প্ল্যাটফর্ম সম্প্রসারণের জেরে সমস্যায় নিত্যযাত্রীরা। এবার রেলবিভ্রাটের সম্মুখীন হলেন রাজধানী এক্সপ্রেসের যাত্রীরা। সকাল ১০টায় অ্যারাইভ্যাল টাইম থাকলেও দুপুর দেড়টা নাগাদ শিয়ালদহ স্টেশনে ঢোকে ওই প্রিমিয়াম ট্রেন। তার আগেই অনেকে অধৈর্য হয়ে পড়েন। এবং ট্রেন থেমে নেমে হাঁটতে শুরু করেন।

লোকাল ট্রেনের বগি সংখ্যা ৯ থেকে বাড়িয়ে করা হবে ১২টি। আর সেকারণে প্ল্যাটফর্ম সম্প্রসারণ সহ বিভিন্ন প্রযুক্তিগত কাজ চলছে শিয়ালদহ স্টেশনে। তাই বাতিল করা হয়েছে একাধিক লোকাল ট্রেন। সমস্যায় পড়েছেন যাত্রীরা।