এত বড় হারের পর মোদীর উচিত ছিল নিজে সরে যাওয়া! কালীঘাটের বৈঠকের পর বললেন মমতা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: লোকসভা ভোটে বাংলায় বিপুল জয়ের পর শনিবার দলের জয়ী সাংসদদের নিয়ে বিশেষ বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকের পর সরাসরি নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন তিনি। স্পষ্ট বলেন, এই নির্বাচনে আদতে হেরেছে বিজেপি। তাই নরেন্দ্র মোদীর উচিত ছিল নিজে সরে গিয়ে অন্য কাউকে জায়গা দেওয়া।

বাংলায় বড় জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। ২৯টি আসনে জয় পেয়েছে তারা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই আসন সংখ্যা আরও বাড়তে পারত। তাঁর অভিযোগ, ৩-৪টে আসনে জোর করে হারানো হয়েছে তৃণমূলকে। পূর্ব মেদিনীপুরে তো পুরোপুরি লুঠ হয়েছে। নির্বাচন কমিশনের সাহায্যে জেলাশাসক-আইসি বদলে এই লুঠ হয়েছে বলে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের।