📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ৯ জুন, রবিবার, নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি দুই যুযুধান প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান। ম্যাচটি নিয়ে উন্মাদনার ঝড় ক্রিকেটবিশ্ব জুড়ে। কে জিতবে এই ম্যাচ? এই সংক্রান্ত নানা আলোচনায় উঠে আসছে ভারত-পাকিস্তানের একাধিক টি-টোয়েন্টি ম্যাচের প্রসঙ্গও।
২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের ভারত-পাকিস্তান ম্যাচ। যে ম্যাচের শেষ ওভারের টানটান উত্তেজনা এখনও মনে রেখেছেন ক্রিকেট অনুরাগীরা। যোগিন্দর শর্মার বলে মিসবাহ উল হকের শট তালুবন্দি করেছিলেন শ্রীসন্থ। তৈরি হয়েছিল ইতিহাস। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল টিম ইন্ডিয়া।
২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত শুরু করেছিল ফেভারিট হিসেবে। কিন্তু, দুবাইয়ের সেই মহারণে বাধা হয়ে দাঁড়ান পাকিস্তানের বোলার শাহিন শাহ আফ্রিদি। ৩১ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিং-এর মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন তিনি।
২০২২ সালের এশিয়া কাপে ভারত-পাক টি-টোয়েন্টি ম্যাচেও ফেভারিট ছিল টিম ইন্ডিয়াই। কিন্তু, সেই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মাত্র ১ বল বাকি থাকতেই ৫ উইকেটে জিতে গিয়েছিল পাকিস্তান।