আজ নয় তো কাল, দিল্লিতে ইন্ডিয়া জোট সরকার তৈরি করবেই, প্রত্যয়ী তৃণমূল নেত্রী

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রবিবার তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। তার আগে শনিবার কালীঘাটের সকল নব নির্বাচিত সাংসদদের নিয়ে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রাজনৈতিক মহলের মতে, দিল্লির অঙ্ক কষেই এই দাবি করেছেন তিনি। আর এই কারণেই জয়ী সাংসদের প্রথম বৈঠকেই জানিয়েছেন, দিল্লি গিয়ে বসে থাকার কোনও জায়গা নেই। প্রথম দিন থেকেই CAA এবং NRC বাতিলের দাবিতে ঝাঁপানোর নির্দেশ দিয়েছেন তিনি। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর পর দাবি তুলেছেন শেয়ার বাজারে দুর্নীতি নিয়ে তদন্ত করার।

এদিন দুপুরে বাংলা থেকে নির্বাচিত ২৯ সাংসদের নিয়ে কালীঘাটে বৈঠক করেন তৃণমূল নেত্রী। ওই বৈঠকেই বহরমপুর থেকে জয়ী ইউসুফ পাঠানকে জায়েন্ট কিলার বলেই সম্বোধন করেছেন মমতা। লোকসভা দলনেতা হিসাবে নির্বাচিত হয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। ডেপুটি নেতা কাকলী ঘোষ দস্তিদার। এবার মুখ্য সচেতকের দায়িত্ব কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাঁধে।

error: Content is protected !!