📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শিয়ালদহে পাঁচটি প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলছে। বৃহস্পতিবার গভীর রাত থেকে বন্ধ ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম। শুক্রবার সকাল থেকেই ব্যাপক সমস্যায় অফিসযাত্রীরা। এই কাজের জন্য ট্রেন পরিষেবাতেও বদল করা হয়েছে। এমনই বিবৃতি দিয়ে জানিয়েছে, পূর্ব রেল কর্তৃপক্ষ। রবিবারের মধ্যে সব কাজ শেষ হবেও বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে।
এই পাঁচ প্ল্যাটফর্মে সব ট্রেন যাতে ১২ কামরার হয়, সেই উদ্যোগেই এই কাজ করছে রেল। কিন্তু এই কাজে যাত্রী পরিষেবা বিঘ্নিত হওয়ায় ক্ষুব্ধ যাত্রীরা। মেন ও উত্তর শাখায় এর প্রভাব পড়লেও শিয়াদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক আছে। নিত্যযাত্রীদের অভিযোগ, এই কাজের জন্য যাত্রী পরিষেবায় প্রভাব পড়বে, তা রেলের পক্ষ থেকে জানানো হয়নি। তার ফলে শুক্রবার সকাল থেকেই চরম বিভ্রান্তির শিকার হন যাত্রীরা।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকাারিক কৌশিক মিত্র যদি দাবি করেছেন, সংবাদপত্রে রেলের পক্ষ থেকে বিজ্ঞাপন দিয়ে পরিষেবার কথা জানানো হয়েছিল। সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করা হয়েছিল। শুক্রবারই ভিড়ে ঠাসা ট্রেন থেকে পড়ে যান এক যুবক। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।