ট্রেনের গণ্ডগোলে হয়রান যাত্রীরা, সুবিধার্থে শহর ও শহরতলিতে একাধিক বিশেষ বাসের ব্যবস্থা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বৃহস্পতিবার রাত থেকে কার্যত অচল হয়ে পড়েছে শিয়ালদহ স্টেশন। শিয়ালদহর ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ। এর জেরে শিয়ালদহ থেকে ট্রেনে করে মেইন ও উত্তর শাখার অন্য গন্তব্যে যাওয়া বা অন্যকোথাও থেকে শিয়ালদহ আসার ক্ষেত্রে বেজায় সমস্যার মুখে নিত্য যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা একটা স্টেশনের ট্রেন দাঁড়িয়ে থাকার অভিযোগ। যাও বা ট্রেন চলছে তাতেও তিল ধারণের জায়গা নেই বলে অভিযোগ।

এমতাবস্থায়, শহর ও শহরতলিতে বিশেষ বাস চালানোর পদক্ষেপ করল পরিবহন দফতর। , ব্যারাকপুর থেকে ডানলপ রুটে বিশেষ বাস চালানো হচ্ছে। সকাল ৬টা থেকেই এই বাস চালানো হচ্ছে। ব্যারাকপুর থেকে টিটাগড়, সোদপুর, খড়দা, পানিহাটি, কামারহাটি, রথতলা হয়ে ডানলপ পর্যন্ত এই বাসের ভাড়াও নিমিত্ত।

error: Content is protected !!