📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: প্রয়াত রামোজি গ্রুপের প্রতিষ্ঠাতা রামোজি রাও । জানা গিয়েছে, উচ্চরক্তচাপ এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন । ৫ জুন হায়দরাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয় । চিকিৎসকরা তাঁর হার্টে একটি স্টেন্ট স্থাপন করেছিলেন । তারপর থেকে ভেন্টিলেটরে ছিলেন । শুক্রবার তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে । শনিবার ভোর ৪টে ৫০ নাগাদ ৮৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । তাঁর প্রয়াণের সঙ্গে সঙ্গে মিডিয়া ও টেলিভিশন জগতের একটি সোনালি যুগের অবসান ঘটল বলা চলে ।
জানা গিয়েছে, উচ্চরক্তচাপ এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন । ৫ জুন হায়দরাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয় । চিকিৎসকরা তাঁর হার্টে একটি স্টেন্ট স্থাপন করেছিলেন । তারপর থেকে ভেন্টিলেটরে ছিলেন । শুক্রবার তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে । শনিবার ভোরেই তাঁর মৃত্যু হয় । রামোজি রাও-এর মৃতদেহ রামোজি ফিল্ম সিটিতে তাঁর বাসভবনে নিয়ে যাওয়া হবে । সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হবে ।