📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে হেরে যাওয়ার পর কার্যত ‘বিস্ফোরক’ অভিযোগ করলেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তাঁর পরাজয়ের জন্য দলের একাংশকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। দেবাংশুর দাবি, তলে তলে বিজেপির হয়ে কাজ করেছেন ওই তৃণমূল নেতারা।
দেবাংশু বলেছেন, “ভোট লড়ার অভিজ্ঞতা আমার ভাল হয়েছে। অনেকে আশীর্বাদ করেছেন। কিন্তু আমি ভোটে লড়তে গিয়ে দেখলাম, ওই জেলায় আমার দলের অনেকেই দুই নৌকায় পা দিয়ে চলছেন। ভোটে তো সেই কারণে প্রভাব তো পড়বেই! এটা তো নিশ্চিত ছিল।” দেবাংশু বলেন, “যারা দুই নৌকায় পা দিয়ে চলছে তাঁদের চিহ্নিত করতে পেরেছি। আমি আমার দলের শীর্ষ নেতৃত্বকে গোটা বিষয়টি জানিয়েছি।”
তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ভালো লড়াই দিয়েছেন দেবাংশু। শুভেন্দু অধিকারীর দুর্গ হিসাবে পরিচিত তমলুক আসনে তিনি হেরেছেন ৭৭ হাজার ভোটে৷ তাঁর দাবি, এই পরাজয়ের জন্য দায়ি তৃণমূলেরই একাংশ।