📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভারতীয় ফুটবলের একটি যুগের অবসান হয়েছে বৃহস্পতিবার। দেশের জার্সি গায়ে আর মাঠে নামবেন না সুনীল ছেত্রী। ১৯ বছরের কেরিয়ারের ইতি টেনেছেন ভারতীয় ফুটবলের লেজেন্ড। তবে দেশের হয়ে খেলা ছাড়লেও সুনীল যাতে দেশের ফুটবল থেকে দূরে না থাকেন সেই আশা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চান, বাংলার ফুটবলের জন্য কাজ করুন ছেত্রী।
বৃহস্পতিবার যুবভারতীতে কুয়েতের সঙ্গে ভারতের ম্যাচে শেষ বাঁশি বাজতেই সকলের চোখ ছলছল করে ওঠে। দেশের হয়ে সুনীল ছেত্রীও তাঁর শেষ ম্যাচ খেলে নিলেন। ম্যাচ শেষের পর তাঁকে রাজ্য সরকার থেকে শুরু করে আইএফএ, এআইএফএফ, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান ক্লাব একে একে সংবর্ধনা দেয়। সরকারের তরফে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, সুজিত বসুরা। সূত্রের খবর, সুনীলকে সংবর্ধনা দেওয়ার সময়ই মুখ্যমন্ত্রীর ইচ্ছার কথা তাঁকে জানান অরূপ বিশ্বাস।