📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: উত্তরে বর্ষা ঢুকলেও, দক্ষিণে তার দেখা নেই । আবহাওয়া দফতর বলছে, দক্ষিণে বর্ষা ঢুকতে এখনও সপ্তাহ খানেক দেরি । সেক্ষেত্রে, আগামী ৩দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণের জেলাগুলিতে । উপরন্তু তাপমাত্রা প্রায় ৩ থেকে ৪ ডিগ্রি বাড়তে পারে । ১০ জুনের আগে ফের ৪০ ডিগ্রিতে পৌঁছতে পারে কলকাতার তাপমাত্রা । অন্যদিকে, ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে ।
শুক্রবার সকাল থেকেই অস্বস্তিকর গরম । তবে, রাতের দিকে কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে । তবে, গরম কোনওভাবেই কমবে না । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনি ও রবিবার তাপমাত্রা আরও বাড়বে । ৮ জুন কলকাতা-সহ দক্ষিণের সব জেলার আবহাওয়া শুকনো থাকবে । বৃষ্টির সম্ভাবনা নেই । ৯ জুন আবার বীরভূম, দুই বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় হালকা বৃষ্টি হতে পারে । সেইসঙ্গে পারদও চড়বে ।