হাওড়ার দাশনগরে হবে আন্তর্জাতিকমানের ফুটবল অ্যাকাডেমি, জানালেন ফুটবলার সাংসদ প্রসূন

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: টানা চারবার হাওড়ার সাংসদ হিসেবে নির্বাচিত হলেন নামী প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়। জিতে উঠে প্রসূন বলেছেন তাঁর আগামীদিনের পরিকল্পনার কথা। হাওড়া লোকসভা কেন্দ্রের টিকিট নিয়ে কম টানাপোড়েন হয়নি তৃণমূলে। একটা সময় শোনা যায়, মুখ্যমন্ত্রীর ছোট ভাই স্বপন (বাবুন) বন্দ্যোপাধ্যায় দাঁড়াতে চেয়েছিলেন এই কেন্দ্রে। কিন্তু তাঁর প্রস্তাব নাকচ করে দেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসময় বাবুন দলের মধ্যে থেকে বিদ্রোহ ঘোষণা করতে মমতা ওই ভাইকে ত্যাজ্য বলে জানিয়েছিলেন।

তারপর প্রসূনকেই টিকিট দেন মুখ্যমন্ত্রী। তিনি এবারও জিতে দলের মুখ রেখেছেন। জয়ের পরে প্রচারমাধ্যমকে দেশের নামী প্রাক্তন তারকা বলেন, ‘‘আমার এবারের টিকিট পাওয়া সহজে আসেনি, অনেক সমস্যা হয়েছে। তবে মুখ্যমন্ত্রীর মুখ রাখতে পেরে ভাল লাগছে।’’