📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শেষ ম্যাচেও জয় এল না ভারতের। এই ম্যাচটি ছিল স্পেশাল, কারণ দলের অধিনায়ক সুনীল ছেত্রী আর কোনওদিন দেশের হয়ে খেলতে নামবেন না।
ম্যাচের পরে চোখের জলে মাঠ ছাড়লেন সুনীল। তিনি দেশের ফুটবল প্রেমীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। যুবভারতীতে বৃহস্পতিবার হাজির ছিলেন ৬০ হাজার দর্শক। তাঁরাও চেয়েছিলেন এই ম্যাচ ভারত জিতে কিংবদন্তিকে উপহার দিক। কিন্তু সেটি হল না, ভগ্ন হৃদয়ে মাঠ ছাড়তে বাধ্য হলেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক।