📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আরও সম্পত্তির খোঁজ মিলল রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের! ইডি সূত্রে খবর, এই সম্পত্তি মূলত রয়েছে বীরভূমে। এর আগে পার্থ-ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের নামে বীরভূমেরই বোলপুরে একটি বাড়ির হদিস পেয়েছিল ইডি। সূত্রের খবর, সাম্প্রতিক তদন্তে ইডি জানতে পেরেছে, পার্থের আরও অন্তত ৫টি সম্পত্তি রয়েছে সেই বোলপুরেই।
ইডি সূত্রে জানা গিয়েছে, বোলপুরের পার্থের ওই ৫টি সম্পত্তি মূলত জমি। যার মূল্য কয়েক কোটি টাকা। তবে এই সম্পত্তিও পার্থের নিজের নামে নয়। ইডি সূত্রে খবর, বোলপুরের এই পাঁচটি সম্পত্তির নথিতে নাম রয়েছে পার্থ-ঘনিষ্ঠের। ঠিক যেমন পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার নামে সম্পত্তির হদিস পেয়েছিল ইডি।