নিজস্ব সংবাদদাতা, Todays Story: লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পরেই প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল। আজ, বৃহস্পতিবার প্রকাশিত হবে রাজ্য জয়েন্টের ফল। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে সাংবাদিক সম্মেলন করে ফলপ্রকাশ করা হবে দুপুর আড়াইটে নাগাদ। চারটে থেকে পরীক্ষার্থীরা তা দেখতে পাবেন বোর্ডের ওয়েবসাইটে।
এই বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল লোকসভা নির্বাচনের মাঝেই- ২৮ এপ্রিল। মাসখানেকের একটু বেশি সময় পর প্রকাশিত হচ্ছে ফল। বিকেল চারটে থেলে ফল দেখার পর পরীক্ষার্থীরা পাবেন র্যাঙ্ক কার্ড। কাউন্সেলিংয়ের দিনক্ষণ ঘোষণা করবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।