📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ছোটপর্দার ‘দিদি নাম্বার ওয়ান’। হুগলি লোকসভা কেন্দ্রে বিদায়ী সাংসদ বিজেপির লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিজয় মিছিলে অংশ নিলেন দীপক অধিকারী ওরফে দেব, যিনি নিজেও জয়ের হ্যাট্রিক করেছেন ঘাটাল লোকসভা কেন্দ্রে।
দেবের তুলনায় টলিউডে অনেকটাই সিনিয়র রচনা৷ দেবের প্রথম ছবির নায়িকা ছিলেন তিনি। আবার রাজনীতিতে দেব এখন বেশ পোড়খাওয়া। গত এক দশক ধরে তিনি ঘাটালের সাংসদ। নিজের প্রথম ছবির নায়িকার বিজয় উৎসবে দেবকে পাওয়া গেল রীতিমতো ঝলমলে মেজাজে। এসেছিলেন নীল টিশার্ট আর জিন্স পরে৷ কেক কাটলেন তিনি।

