টানা তিন দিন ট্রেন বাতিল! চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শুক্র থেকে রবি ফের প্রচুর ট্রেন বাতিলের সম্ভাবনা, বিপুল সংখ্যক যাত্রী ভোগান্তির সম্ভাবনা থাকছেই। শিয়ালদহ ডিভিশনে বারো বগির ট্রেন চালানোর প্রস্তুতি চলছে জোরকদমে। প্ল‌্যাটফর্ম সম্প্রসারণ, এবং নন ইন্টারলকিংয়ের কাজ চলবে। ফলে টানা তিন দিন প্রচুর ট্রেন বাতিল হবে সপ্তাহান্তে।

শিয়ালদহ ডিভিশন ৭ জুন অর্থাৎ শুক্রবার থেকে রবিবার তিনদিন ট্রেন বাতিলের সম্ভবত পরিকল্পনা নিয়েছে পূর্ব রেল। মঙ্গলবার ভোটের ফল প্রকাশ হতেই ফের আলোচনায় বসেছিলেন রেলকর্তারা। টানা তিনদিনে বেশ কয়েকশো ট্রেন বাতিলের পাশাপাশি স্বল্প দূরত্ব পর্যন্ত গিয়ে যাত্রা বাতিল করবে। ফলে শিয়ালদহ মেন ও বনগাঁ শাখার যাত্রীদের চরম ভোগান্তির আশঙ্কা।