নমোর হ্যাটট্রিক! বারাণসীর মানুষ মোদীর পক্ষে, উত্তরপ্রদেশে ‘ইন্ডিয়া’ ঝড়

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ২০১৪, ২০১৯, ২০২৪। পরপর তিনবার বারাণসী লোকসভা কেন্দ্র থেকে জয়ের হ্যাট্রিক নরেন্দ্র মোদীর। কংগ্রেস প্রার্থী অজয় রাইকে ১ লক্ষ ৫২ হাজার ভোটে হারালেন মোদী।

বারাণসীতে এই জয় প্রত্যাশিতই। তবে লোকসভা নির্বাচনের গণনা বলছে ইন্ডিয়া জোটের অপ্রত্যাশিত সাফল্য ভেঙ্গে দিয়েছে এক্সিট পোলের সব হিসেব। বারাণসী মোদীর থাকলেও উত্তরপ্রদেশ কিন্তু হাতছাড়া হল এনডিএ-র।

উত্তরপ্রদেশে দারুণ ফল ‘ইন্ডিয়া’ জোটের। ৮০ টির মধ্যে ৪১ টি আসনে জয় ‘ইন্ডিয়া’র। সর্বভারতীয় পরিসংখ্যানেও ডাহা ফেল অধিকাংশ এক্সিট পোল। মোদীর ‘চারশো পার’-এর স্বপ্ন অধরা। ৩০০ও পেরলো না এনডিএ জোট।

error: Content is protected !!