ওড়িশায় ধুয়েমুছে সাফ নবীনের বিজেডি, কোনও রকমে জয় একটি আসনে, বিজয়রথ ছুটল বিজেপির

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বাংলায় কার্যত ব্যর্থ হলেও প্রতিবেশী ওড়িশায় দুর্দান্ত ফল করল বিজেপি। ২১ আসনের পুরীর রাজ্যে বিজেপি একাই দখল করল ১৯টি আসন। টিমটিম করে জ্বলছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিজেডি প্রধান নবীন পট্টনায়ক। তাঁর দল পেয়েছে মাত্র একটি লোকসভা আসন। কংগ্রেসও একটি আসন পেয়েছে ওড়িশায়।

ওড়িশায় লোকসভার মোট আসন ২১টি। বিধানসভায় ১৪৭। গত দু’টি লোকসভা ভোটের ফলের তুলনামূলক বিশ্লেষণ বলছে, ২০১৪ সালে ‘অচ্ছে দিন’-এর ভোটে শ্রীক্ষেত্রের রাজ্যে দাগ কাটতে পারেনি বিজেপি। মোদীরথে সওয়ার হয়েও ওড়িশায় ২০১৪ সালে বিজেপি পেয়েছিল মাত্র একটি আসন। বাকি ২০টি আসন দখল করেছিল মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের বিজেডি। কিন্তু ২০১৯ সালে পুরীর রাজ্যে সমীকরণ বদলে যায় পুরোপুরি। যে বিজেপি মাত্র একটি আসন পেয়েছিল মোদীর প্রথম ইনিংসে, ২০১৯ সালে তাঁর ‘প্রত্যাবর্তন পর্বে’ সেই ওড়িশাতেই ‘খেলা’ ঘুরিয়ে দেয় পদ্মশিবির। ২১ আসনের মধ্যে বিজেপি দখল করে আটটি আসন। বিজেডি থেমে যায় ১২ আসনেই। আর কংগ্রেস পায় একটি আসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *