পিছিয়ে গিয়েও বারাণসীতে এগিয়ে নরেন্দ্র মোদী, আমেঠীতে পিছিয়ে স্মৃতি ইরানি

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বারাণসীতে পিছিয়ে নরেন্দ্র মোদী। ৬২২৩ ভোটে পিছিয়ে তিনি। এমনই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। প্রাথমিক ট্রেন্ডে নরেন্দ্র মোদীর পিছিয়ে থাকার খবরের পরই তা সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করা শুরু করে। তবে প্রাথমিক ট্রেন্ডে পিছিয়ে গেলেও এগিয়ে যান নরেন্দ্র মোদী। বেশি পিছিয়ে নেই কংগ্রেস প্রার্থী অজয় রাই।

এদিকে প্রাথমিক ট্রেন্ডে পিছিয়ে স্মৃতি ইরানিও। আমেঠী কেন্দ্র থেকে এগিয়ে কংগ্রেসের কিশোরীলাল। প্রাথমিক ট্রেন্ডে NDA জোটকে জোর টক্কর দেয় INDIA জোটের। ২০০ পার করে বিজেপিকে কড়া টক্কর দিচ্ছে INDIA জোট। এই লড়াইে প্রভাব পড়েছে ভারতীয় স্টক মার্কেটে। বাজার খুলতেই ১৯০০ পয়েন্ট পড়ে যায়।