আক্রান্ত নেতার পাশে বিজেপি নেতৃত্ব

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভোট পরবর্তী হিংসার শিকার দক্ষিণ কলকাতার বিজেপি নেতা তারক বন্দ্যোপাধ্যায় সহ তাঁর পরিবার। ১ লা জুন নির্বাচনের দিন আক্রান্ত হয় এই পরিবারের তিন জন। অভিযোগ – তৃণমূল নেত্রী জুঁই বিশ্বাসের মদতে তৃণমূলের বাহিনীর হাতে প্রহৃত হয় এই বিজেপি নেতার পরিবার।

সোমবার, পরিবারের সঙ্গে কথা বলতে আসেন বিজেপি রাজ্য নেতা জিতেন্দ্র তিউয়ারি, পদ্মশ্রী কাজী মাসুম আখতার সহ দক্ষিণ কলকাতা বিজেপি নেতৃত্ব।

আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করে জিতেন্দ্র তিউয়ারি বলেন – এই রাজ্যে অরাজকতা চলছে। পুলিশ তৃণমূলের কোথায় কাজ করছে, এই অবস্থার বিরুদ্ধে আমরা পরিবারের পাশে আছি। পদ্মশ্রী কাজী মাসুম আখতার বলেন যে, এই রাজ্যে জঙ্গলের রাজত্ব চলছে।