📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: পর্দায় ছুটবে ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’, নেপথ্যে পরিচালক রামকমল মুখোপাধ্যায় । ‘নটী বিনোদিনীর’ পর এবার ছাপোষা কলকাতার গল্প শোনাবেন পরিচালক। ইন্ডাস্ট্রির অন্দরে জোর গুঞ্জন, ছবিতে জুটি বাঁধছেন কৌশিক গঙ্গোপাধ্যায় এবং রূপা গঙ্গোপাধ্যায়।
শোনা যাচ্ছে, প্রতিনিয়ত লক্ষ্মীকান্তপুর , বজবজ, ক্যানিং লোকালে চড়ে যে অসংখ্য গৃহপরিচারিকারা রোজ শহর কলকাতায় মিশে যান রুটি রুজির তাগিদে। এবার তাঁদের নিয়েই গল্প বুনেছেন পরিচালক। রোজ একই ট্রেনে আসা, একই ট্রেনে যাওয়া। জীবনযুদ্ধে এমন লড়াকু মহিলাদেরই প্রতিনিধি রূপা হবেন কিনা তা এখনও জানা যায়নি। ছবির স্ক্রিপ্ট লেখার কাজ শেষ করেছেন শুভ্র চক্রবর্তী। সব ঠিক থাকলে জুলাইতে শুরু হবে ছবির শ্যুটিং।