শালবনি নয়, তাহলে কোথায় হবে সৌরভের ইস্পাত কারখানা ?

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শালবনি নয়, তাহলে কোথায় হবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইস্পাত কারখানা ? রবিবার কলকাতায় নিজেই তা ঘোষণা করলেন মহারাজ। এক অনুষ্ঠানে ভারতের প্রাক্তন অধিনায়ক জানিয়েছেন, গড়বেতায় আর কয়েকদিনের মধ্যেই তৈরি হবে এই ইস্পাত কারখানা। বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি এদিন জানিয়েছেন, রাজ্যে কর্মসংস্থান তৈরিতে ভীষণ ভাবে সাহায্য করবে তাঁর এই ইস্পাত কারখানা।

গত বছরের সেপ্টেম্বর মাসে বাণিজ্যের লক্ষ্যে স্পেন সফরে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সফরে তাঁর সঙ্গী ছিলেন সৌরভ। মাদ্রিদের শিল্প সম্মেলন থেকেই রাজ্যের শালবনিতে ইস্পাত তৈরির কারখানা করার কথা ঘোষণা করেছিলেন সৌরভ।

তবে শোনা যাচ্ছে জমি জটের কারণে, তা সরিয়ে গড়বেতায় নিয়ে যাওয়া হয়েছে। এদিন সৌরভ জানিয়েছেন, তিনি রাজ্যে ইস্পাত তৈরির কারখানা করবেন, এই খবরে প্রাথমিক ভাবে একটু অবাক হয়েছিলেন মুখ্যমন্ত্রী।

error: Content is protected !!