📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: অবশেষে জলের সঙ্কট মিটল শিলিগুড়িতে। মেয়র গৌতম দেবের ঘোষণা মতো, রবিবার বিকেল থেকে জল পরিষেবা শুরু করল পুরসভা। শনিবার মেয়র গৌতম দেব জানিয়েছিলেন, তিস্তার জলকে পরিশ্রুত করে পানীয় জল মানুষের কাছে পৌঁচ্ছে দেওয়া হবে। সেই কাজই এদিন শুরু করেছে পুরসভা।
ফি বছরই গরমের মাঝামাঝি সময়ে জলসঙ্কট দেখা দেয় শিলিগুড়িতে। অভিযোগ এবার তা মাত্রাতিরিক্ত অবস্থায় ওঠে। যার প্রতিবাদে পথে নামে বাম ও বিজেপি। মেয়রকে ঘিরে বিক্ষোভও দেখানো হয়। এদিন মেয়র জানিয়েছেন, শহরকে ঘিরে থাকা নদীগুলিকে দূষণমুক্ত করার পরিকল্পনা রয়েছে।
মেয়রের এই সিদ্ধান্তের পরেও খুশি নন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি জানিয়েছেন, এরপরেও বেশ কিছু প্রশ্ন থাকছে। কারণ, এই জলের গুণগত মান কেমন হবে, তা নিয়ে চিন্তা থাকবে। তবে, তাঁরা আদালতে যাচ্ছেন বলেও এদিন ফের জানান শঙ্কর ঘোষ। কারণ এই গাফিলতি আর চলতে পারে না।