📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বলিউডে যুগলদের সম্পর্ক ভাঙা-গড়ার খবর প্রায়ই শিরোনামে উঠে আসে। কয়েকদিন আগে সেই তালিকায় নাকি নাম লিখিয়েছেন ‘পাওয়াল কাপল’ মালাইকা আরোরা ও অর্জুন কাপুর। দুই তারকার ৬ বছরের ‘পোক্ত’ সম্পর্ক পাকাপাকিভাবেই ভেঙে গিয়েছে! অর্জুন ও মালাইকার একাধিক ঘনিষ্ঠ সূত্র এমনই খবর উঠে এসেছে। যদিও এই নিয়ে মুখে কুলুপ দিয়েছিলেন মালাইকা-অর্জুন। তবে ব্রেকআপের গুঞ্জনের মাঝেই এবার মালাইকার ‘রহস্যময়’ পোস্ট নিয়ে ফের চর্চা শুরু হয়েছে।
অর্জুন কাপুর ও মালাইকা অরোরার সম্পর্ক ভাঙার খবরে সরগরম বি-টাউন। সূত্রের খবর, মুম্বইয়ের চর্চিত যুগল পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই নিজেদের সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও যুগলের সম্পর্ক ভাঙার বিষয়টি অস্বীকার করেছেন মালাইকার ম্যানেজার। ‘নিছক গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি। কিন্তু এরই মধ্যে রবিবার ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন মালাইকা। যেখানে অভিনেত্রী লিখেছেন, ‘যখন ওরা বলে তুমি করতে পারবে না, তখন দু’বার করো এবং ছবি তোলো।’