জেলা শাসকদের ফোন করেছেন শাহ? কংগ্রেস নেতা জয়রামকে প্রমাণ-সহ কমিশনে হাজিরার নির্দেশ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশকে রবিবার সন্ধ্যা ৭টার মধ্যে হাজিরার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জেলা শাসকদের ফোন করে গণনা নিয়ে নানা নির্দেশ দিচ্ছেন বলে জয়রাম শনিবার এক্স হ্যান্ডেলে অভিযোগ করেছিলেন। তাঁর বক্তব্য, দেশের অন্তত দেড়শো জেলা শাসককে ফোন করেছেন শাহ।

এই বিষয়ে স্বতঃপ্রণোদিত হয়ে তদন্তের সিদ্ধান্ত নেয় কমিশন। রবিবার সকালে জয়রামকে কমিশন চিঠি পাঠিয়ে বলেছে, আপনার অভিযোগটি গুরুতর। আশা করা যায়, আপনার কাছে উপযুক্ত তথ্য প্রমাণ আছে। আপনি প্রমাণসহ কমিশনের অফিসে এসে সেগুলি দাখিল করুন।