মুম্বইয়ের রাস্তায় ধুন্ধুমার, রবিনা ট্যান্ডনকে মারধরের অভিযোগ পথচারীর বিরুদ্ধে

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মুম্বইয়ের রাস্তায় ধুন্ধুমার। অভিনেত্রী রবিনা ট্যান্ডনকে মারধরের অভিযোগ উঠল তিন মহিলা পথচারীর বিরুদ্ধে। অভিনেত্রীর ড্রাইভার বেপরোয়া ভাবে গাড়ি চালিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। আর তাতেই আহত হয়েছেন তাঁরা।

ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, এই অভিযোগ ওঠার পর রবিনা গাড়ি থেকে নেমে আসেন। তাঁর উপরেও চড়াও হওয়ার অভিযোগ ওঠে ওই তিন মহিলার উপর। অভিনেত্রীকে ঘিরে ধরেন সকলে। বচসায় জড়ায় দুপক্ষই। অভিনেত্রীকে মারতে তেড়ে যান স্থানীয়রা। তখনই কাতর আর্জি জানান রবিনা, ‘ধাক্কা দেবেন না, দয়া করে আমাকে মারবেন না।’

এই ঘটনার ভিডিয়ো মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শনিবার ঘটনাটি ঘটে মুম্বইয়ের কার্টার রোডে রিজভি কলেজের কাছে। ইতিমধ্যেই অভিনেত্রীর বিরুদ্ধে খার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

error: Content is protected !!