📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ইতিমধ্যে বর্ষা প্রবেশ করেছে বঙ্গে। টানা বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে। এই পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। এবার দক্ষিণের জেলাগুলির জন্য বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।
নির্দিষ্ট সময়ের প্রায় ৬ দিন আগে উত্তরবঙ্গে বর্ষার আগমন হয়েছে। আর সেকারণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে। তবে আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া এবং দুই মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।