📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দীর্ঘ ৪৩ দিন পর শেষ লোকসভার ভোট। চার জুন খুলবে ইভিএম। দিল্লি কার জানা যাবে মঙ্গলবার। তার আগে, শনিবার সন্ধ্যায় তারই একটা প্রাথমিক ইঙ্গিত পাওয়া গেল। বিভিন্ন বেসরকারি সংস্থার করা বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হল, তৃতীয়বারের জন্য দিল্লির মসনদে অটুট থাকছে মোদী ম্যাজিক। তবে, ভোট শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৪০০ আসন জয়ের যে দাবি করেছিলেন, তা খানিকটা ধাক্কা খেতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
৫৪৩ আসনের লোকসভায় ম্যাজিক ফিগার ২৭২। তাতে বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে খুব বেশি আসন জিতলে বিজেপি ও তার এনডিএ জোট জিততে পারে ৩৯২টি আসনে। জন কি বাত নামের ওই সংস্থার বুথ ফেরত সমীক্ষায় দাবি, দেশে ৩৬২ থেকে ৩৯২ আসন পেতে পারে বিজেপি।
বিরোধী শক্তি হিসাবে ইন্ডিয়া জোটকে বুথ ফেরত সমীক্ষায় সবচেয়ে বেশি আসন দিয়েছে দৈনিক ভাস্কর। তাদের দাবি, ২০০-এর বেশি আসন পাবে বিরোধী জোট। এদিনের বুথ ফেরত সমীক্ষায় উল্লেখযোগ্য ভাবে দাবি করা হয়েছে এবার দক্ষিণের সাত রাজ্যে ভাল ফল করতে চলেছে পদ্ম শিবির। এরমধ্যে কেরলে তারা খাতা খুলতে পারে বলেও বেশ কয়েকটি সংস্থার দাবি। যেখানে তারা এক থেকে তিনটি আসন পেতে পারে।