বাংলাদেশের MP-র দেহাংশ মেলেনি এখনও, খোঁজ পেতে নৌসেনার সাহায্য চাইছে CID

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বাংলাদেশের সাংসদ খুনের ঘটনার তদন্ত চালাচ্ছে CID এবং বাংলাদেশ পুলিশ। সেই ঘটনার তদন্তে এবার ভারতীয় নৌবাহিনী এবং উপকূলরক্ষী বাহিনীর সাহায্য চাইল তারা। খুন হওয়া সাংসদ আনোয়ারুল আজিমের দেহাংশ উদ্ধার করতে নৌসেনার সাহায্য চাওয়া হয়েছে।

সাংসদ খুনের ঘটনায় ধৃত জিহাদ হাওলাদারের দাবি ছিল খুনের পর দেহ টুকরো টুকরো করে পোলেরহাটের একটি ডোবায় ফেলে দিয়েছে। কিন্তু ডুবুরি নামিয়েও সেখান থেকে কিছু পায়নি CID। আর সেকারণে নৌবাহিনীর উন্নত প্রযুক্তি দিয়ে তল্লাশি চালানোর চেষ্টা করা হবে বলে জানা গিয়েছে।