📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: চার তারিখ বাংলায় সবুজ আবির উড়বে। বুথ ফেরত সমীক্ষার যাবতীয় রিপোর্টকে কার্যত খারিজ করে দিল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্যে শিক্ষামন্ত্রী ও তৃণমূল নেতা ব্রাত্য বসু জানিয়েছেন, সপ্তম দফার ভোটেই নিশ্চিত বিজেপি হারছে। এই কারণে রাজ্যের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
ভোট শেষের বুথ ফেরত সমীক্ষা থেকে যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাতে এবার রাজ্যে বিজেপির ফল তৃণমূলের থেকে বেশি হতে পারে বলেই মনে করা হচ্ছে। যদিও তৃণমূলের শীর্ষ নেতৃত্বে এই ফলকে আমল দিতে নারাজ। বরং তাঁরা বিশ্বাস করছেন, লোকসভার ফল নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় করা উবাচই মিলতে চলেছে। আর সেই কারণেই ভোট শেষের দিন ব্রাত্য বসু, শশী পাঁজাদের দাবি, বাংলা তার মেয়েকে বরাবর চেয়ে এসেছে এবং এবারও চাইছে।