📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বসিরহাটে জিতছে বিজেপি। দাবি প্রার্থী রেখা পাত্রের। শনিবার ভোট দেখতে যাওয়ার আগে রেখা জানান, এই প্রথম তিনি নিজের ভোট নিজে দেবেন। কারণ, এতদিন এই অঞ্চলে মানুষ ভোট দিতে পারতেন না বলেই অভিযোগ করেছেন রেখা।
এদিকে, ভোট শুরুর আগেই পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ সন্দেশখালির বেড়মজুর অঞ্চল থেকে। গ্রামের মহিলাদের অভিযোগ, রাতের অন্ধকারে বেছে বেছে বিজেপির এজেন্টদের বাড়িতে হামলা করেছে পুলিশ। সেই ভিডিও ভাইরালও হয়েছে।
যদিও বেড়মজুরের ঘটনা নিয়ে অভিযোগ অস্বীকার করছে পুলিশ। প্রশাসনের পাল্টা দাবি, ওই অঞ্চলে এমন কোনও ঘটনা ঘটেনি। বরং রাত পাহাড়ার নামে ওই এলাকায় উত্তেজনা তৈরির চেষ্টা করা হয়েছিল।