ভোট কি দেবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য?

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দীর্ঘদিন ধরে অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আর সেই কারণেই সম্ভবত এবার ভোট দেবেন না তিনি। সূত্র মারফত এই খবর পাওয়া গিয়েছে।

কমিশনের তরফে প্রবীণ ব্যক্তিদের ভোটদানের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়। কিন্তু যাঁদের বয়স ৮৫ বছরের বেশি শুধুমাত্র তাঁরাই ওই সুবিধা পান। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের বয়স ৮০ বছর। সেকারণে ওই সুবিধা পাবেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী।

ভট্টাচার্য। শ্বাসকষ্ট জনিত সমস্যা ছিল তাঁর। দ্রুত আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যদিও কয়েকদিনের মধ্যে তিনি সুস্থ হয়ে ওঠেন।

এদিকে ভোট ঘোষণার পরেই বুদ্ধদেব ভট্টাচার্যের একটি AI মডেল প্রকাশ্যে আনে বঙ্গ CPIM। পরিচিত কণ্ঠে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, “তৃণমূলের আমলেই বিজেপির বাড়বাড়ন্ত। আমাদের দেশকে ধ্বংস করার সুযোগ ওদের হাতে দেবেন না।” যা নিয়ে তুমুল চর্চা শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *