📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শনিবার সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ। তার আগে শুক্রবার সন্ধে নাগাদ হাওড়া ব্রিজের উপর একটি বাইক থেকে কয়েক লাখ টাকা উদ্ধার করল পুলিশ। ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করছে গোলবাড়ি থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধের সময় হাওড়া ব্রিজে নাকা চেকিং চলছিল। সেই সময় পুলিশের সন্দেহ হওয়ায় একটি বাইক থামান তাঁরা। ওই বাইকে চারজন ছিলেন। তল্লাশি চালানো হয় বাইকে। সেখান থেকে ৭ লাখ ৬০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। এর পরেই ওই চারজনকে আটক করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে কোথা থেকে ওই বিপুল পরিমাণ অর্থ পেয়েছিলেন। এবং সেগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল। শনিবার কলকাতা এবং সংলগ্ন এলাকায় ভোটগ্রহণ রয়েছে। তার আগে এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।