📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কোচির বিমানে সোনা পাচারের অভিযোগে গ্রেফতার এক বিমান সেবিকা। ওই বিমান সেবিকা কলকাতার বাসিন্দা। বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের র্যাডারে এই বিমানসেবিকা ধরা পড়তেই, চক্ষু চড়কগাছ সকলের। আলাদা করে ঘরে ডেকে ওই এয়ারহোস্টেসকে তল্লাশি করা হলে, তাঁর পায়ুদ্বার থেকে বের হয় ১ কেজি সোনা। পায়ুদ্বারে ভরেই ওই বিমান সেবিকা সোনা পাচার করছিলেন বলে খবর।
ধরা পড়তেই তাঁকে গ্রেফতার করা হয়। ওই বিমান সেবিকার নাম সুরভী খাতুন। আগে থেকেই ডিরেক্টরেট অব রেভেনিউ ইন্টেলিজেন্সের কাছে গোপনসূত্রে খবর ছিল মাসকট থেকে কন্নুরে বিমানে ওই সেবিকা সোনা পাচার করছিলেন। সেই সূত্রেই, ২৮ মে হাতেনাতে ধরা হয় ওই সেবিকাকে।