📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শনিবার বারাণসীতে ভোট। বারাণসীর বিজেপি প্রার্থী নরেন্দ্র মোদী কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে বসেছেন। শনিবারও সেখানেই থাকবেন। এই সময় তাঁর সংসদীয় কেন্দ্র বারাণসীর ভোট দেখভাল করবেন প্রধানমন্ত্রীর অতি বিস্বস্ত অমিত শাহ। তবে নির্বাচনী বিধি মতে, সশরীরে বারাণসীতে থাকার সুযোগ নেই। শনিবার বারাণসীর আশপাশে যেখানে ভোট নেই, এমন কোনও জায়গায় ক্যাম্প করবেন শাহ।
দলীয় সূত্রে জানা গিয়েছে। শনিবার ভোট চলাকালে বিজেপির দিল্লির সদর দফতরে হাজির থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েল, সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গডকড়ি এবং সভাপতি জেপি নাড্ডা। শাহ তাঁদের নিয়মিত বারাণসীর ভোটের হালচাল জানাবেন।