৩ বছর আগে বিয়ে হয়ে গিয়েছে দেবের, রয়েছে একটি সন্তানও? নয়া জল্পনা রাজ্য-রাজনীতিতে!

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ৩ বছর আগে বিয়ে হয়ে গিয়েছে, রয়েছে একটি সন্তানও অথচ কাকপক্ষীতেও সেই খবর জানে না? সম্প্রতি অভিনেতা-প্রযোজক তথা ঘাটালের বিদায়ী সাংসদ দেবকে নিয়ে এমনই রটনা চারিদিকে। ২৫ মে ষষ্ঠ দফার নির্বাচনে দেবের কেন্দ্রে ভোট ছিল। লাগাতার প্রচার সামলিয়ে, ভোট শেষ হতেই ফের ছবিতে মন দিয়েছেন দেব। সপ্তম দফার ভোটের সমস্ত প্রার্থীদেরও স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় শুভেচ্ছা জানিয়েছেন দেব। কিন্তু তিনি যে বিয়ে করে নিয়েছেন, এই খবর প্রকাশ্যে আসতেই তাঁর অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে বেজায় জল্পনা।

তাঁর সঙ্গে রুক্মিণীর প্রেমের সম্পর্ক কারওরই অজানা নয়। গুগলে দেবের স্ত্রীকে এই প্রশ্ন সবচেয়ে বেশি সার্চ হয়েছে। তিনি অভিনেতা, তাঁর ছবির নামের পরেই সবচেয়ে বড় ট্যুইস্ট। যেখানে লেখা, তিনি ৬ মে, ২০২১ থেকে রুক্মিণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ! তাঁদের একটি সন্তানও রয়েছে! এই পোস্ট দেবের ফ্যানক্লাব থেকে ভাইরাল হয়ে পড়ে। অথচ দেব নাকি এসব ব্যাপারে কিছুই জানেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *