📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:ধূমপান যে স্বাস্থ্যের জন্য এবং পরিবেশের জন্য ক্ষতিকারক আলাদা করে বলার প্রয়োজনও পড়েনা আজকাল। অথচ তার পরেও তরুণ প্রজন্মের মধ্যে বাড়ছে ধূমপানের প্রবণতা। সাম্প্রতিক সমীক্ষায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। কী সেই সমীক্ষা?
ভারতে যুবতী এবং কিশোরী মেয়েদের মধ্যে ধূমপানের হার দ্বিগুণ হয়েছে, ইন্ডিয়া টোব্যাকো কন্ট্রোল-এর রিপোর্টে বলা হয়েছে যে বয়ঃসন্ধিকালের কিশোরীদের মধ্যে ধূমপানের প্রবণতা বেড়েছে। বয়স্ক মহিলাদের মধ্যে অবশ্য সেই প্রবণতা হ্রাস পেয়েছে।
পরিসংখ্যান বলছে, ২০০৯ থেকে ২০১৯ সালের মধ্যে ছেলেদের তুলনায় মেয়েদের মধ্যে ধূমপানের হার ৬.২ শতাংশ বেড়েছে। এই বৃদ্ধি নিঃসন্দেহে উদ্বেগজনক।
প্যাসিভ স্মোকিং-ও যে মারাত্মক, সেই নিয়ে নিয়মিত নানা খবর সামনে আসে। তারপরেও এমন উদাসীনতা কেন? এর পেছনে রয়েছে ভারতের বিনোদন জগতের একটি জনপ্রিয় প্রবণতা রয়েছে।