খাবেন তরল খাবার, পালন করবেন মৌন্যব্রত

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ৪৫ ঘণ্টার ধ্যান। অবশেষে কন্যাকুমারীর রক মেমোরিয়ালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই ভিডিও প্রকাশ করল সংবাদ সংস্থা ANI । শুক্রবার সকালে এই ভিডিও সামনে এসেছে। বৃহস্পতিবার তামিলনাড়ুর কন্যাকুমারীতে হাজির হন তিনি। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে বিবেকানন্দ রক মেমোরিয়ালে শুরু হয়েছে তাঁর ধ্যান। তার আগে ঘুরে দেখেছিলেন ভগবতী আমান্নের উপাসনা গৃহ। এই ৪৫ ঘণ্টায় তরল খাবেন তিনি। পালন করবেন মৌন্য ব্রত।

আজ থেকে ১৩১ বছর আগে তামিলনাড়ুর কন্যাকুমারীর ঠিক এই জায়গায় ধ্যানে বসেছিলেন স্বামীজি। তাঁর মূর্তির সামনেই ৪৫ ঘণ্টার ধ্যান শুরু করেছেন প্রধানমন্ত্রী। টানা ৭৫ দিনের প্রচারে প্রায় ২০০ বেশি প্রচার করেছেন ৭৩ বছরের নরেন্দ্র মোদী। শেষ দফার প্রচারের আগেই তিনি সিদ্ধান্ত নেন কন্যাকুমারীর রক মেমোরিয়াল গিয়ে ধ্যানে বসবেন।

error: Content is protected !!