📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: জল সঙ্কট চলছে শিলিগুড়িতে। আর তার জেরে আতঙ্ক ছড়িয়েছে শহরজুড়ে। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছন মেয়র গৌতম দেব। অভিযোগ, তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় CPIM এবং SUCI। যার নেতৃত্ব দেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। বিক্ষোভের জেরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় সেখানে।
শিলিগুড়ি পুরসভা এলাকায় জল দূষণ হয়েছে। আর তার জেরেই পুরসভার জল না খাওয়ার পরামর্শ দেন মেয়র গৌতম দেব। মেয়র জানিয়েছিলেন, পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত পুরসভার সরবরাহ করা পানীয় জল কেউ খাবেন না। তবে ৪ জুনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করছে পৌরসভা।