📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দক্ষিণবঙ্গ জুড়ে সপ্তাহের শেষে ঝড়-বৃষ্টির পূর্বাভাস । শনিবার রাজ্যে সপ্তম তথা শেষ দফার ভোট রয়েছে কলকাতা সহ দক্ষিনবঙ্গের ৯ টি কেন্দ্রে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, টানা ৩-৪ দিন চলতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির।
উত্তরবঙ্গে ভারি থেকে অতি ভারী বৃষ্টি চলবে। বৃহস্পতিবার শুক্রবারের মধ্যে কেরলে মৌসুমী বায়ু পৌঁছে যাওয়ার কথা।
রেমাল রেশ কাটার পরই কলকাতায় ফের তাপমাত্রা ঊর্দ্ধমুখী। রাতের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াল। বৃহস্পতিবার আংশিক মেঘলা থাকবে আকাশ। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় বেলা যত বাড়বে গরম এবং অস্বস্তি চরমে পৌঁছবে।