📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: পুরীতে জগন্নাথ দেবের চন্দন যাত্রায় ভয়াবহ দুর্ঘটনা। বাজি বিস্ফোরণে একাধিক ভক্ত গুরুতর আহত হয়েছেন। ANI সূত্রের খবর, বেশ কয়েকজন দগ্ধ ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর ২৫ জন গুরুতর আহত হয়েছেন এই দুর্ঘটনায়।
পুরীর জগন্নাথ ধামে এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রীর দফতর। পাশাপাশি, আহতদের চিকিৎসার খরচ ওড়িশার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মেটানো হবে বলেও জানানো হয়েছে।
পুরীর জগন্নাথ ধামে এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রীর দফতর। পাশাপাশি, আহতদের চিকিৎসার খরচ ওড়িশার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মেটানো হবে বলেও জানানো হয়েছে।