📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ১ জুন ভোট । তার তিনদিন আগে কয়লা পাচার কাণ্ডে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে তলব করল সিবিআই । বুধবারই নিজাম প্যালেসে তলব করা হয়েছিল তাঁকে । কিন্তু, এদিন হাজিরা দেননি তৃণমূল নেতা । বরং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছ থেকে কিছুটা সময় চেয়ে নিয়েছেন তিনি ।
মঙ্গলবারই শওকত মোল্লার কাছে তলবের নোটিশ পাঠায় সিবিআই । কিন্তু, বুধবার নিজাম প্যালেসে যাননি শওকত মোল্লা । হাজিরা না দেওয়ার কারণ হিসেবে সিবিআই-কে তৃণমূল নেতা জানিয়েছেন, নির্বাচনের কারণে তিনি এই মুহূর্তে ব্যস্ত আছেন। ভোট মিটলে হাজিরা দেবেন। তাই ৪ জুন পর্যন্ত সময় চেয়ে নিয়েছেন তিনি ।
কয়লাকাণ্ডে শওকতকে আগেও তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শওকতের তলব প্রসঙ্গে এদিন বারুইপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বেচারা শওকতকে মধ্যরাতে নোটিস পাঠিয়েছে সিবিআই। বলছে ‘কালকে এসে দেখা করো’। জমিদারি নাকি?” উল্লেখ্য, দক্ষিণ ২৪ পরগনার জয়নগর, যাদবপুর, মথুরাপুর এবং ডায়মন্ড হারবারে ভোট রয়েছে ১ জুন । তিনি ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক । ভাঙড় যাদবপুর লোকসভার মধ্যে পড়ে । আবার তিনি ক্যানিং পূর্বের বিধায়কও । যা জয়নগর কেন্দ্রের অন্তর্গত । সেকারণেই ভোটের ফল প্রকাশ হওয়া পর্যন্ত সময় চেয়ে নিয়েছেন তিনি ।