রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা আকাশপথে পরিদর্শন মুখ্যমন্ত্রীর

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রবিবার মাঝরাতে ভূখন্ডে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড়় রেমাল। তার জেরে সাগরদ্বীপ সংলগ্ন এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার দক্ষিণ ২৪ পরগনার ক্ষতিগ্রস্ত বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেলিকপ্টার থেকে পুরো এলাকা পর্যবেক্ষণ করেন তিনি।

বুধবার সায়নী ঘোষের সমর্থনে বারুইপুরে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সভা শেষ করেই আকাশপথে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেন। আগেই ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের পাশে থাকার পাশাপাশি সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।