কেজরিওয়ালের জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন শুনবেই না সুপ্রিম কোর্ট

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আবগারি মামলায় গ্রেফতার হওয়া দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এখন জামিনে মুক্ত। কিন্তু লোকসভা ভোট শেষ হলেই তাঁকে আবার ফিরে যেতে হবে জেলে। কারণ সুপ্রিম কোর্ট কেজরিওয়ালকে ১ জুন অর্থাৎ ভোটের শেষদিন পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। তবে তাঁর জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন ইতিমধ্যেই করেছিলেন কেজরিওয়াল। কিন্তু তাতে লাভ হল না আপাতত।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের তরফে জানানো হয়েছে, জামিনের জন্য নিম্ন আদালতে আবেদন করতে পারবেন অরবিন্দ কেজরিওয়াল। তবে এই আবেদনের শুনানিই হবে না সুপ্রিম কোর্টে। শারীরিক অবস্থার অবনতি হয়েছে এই কারণ দেখিয়ে আরও ৭ দিন জামিনের মেয়াদ বৃদ্ধির আর্জি জানিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। কিন্তু লোকসভা ভোটের নির্বাচনে তাঁকে জনসমক্ষেই দেখা যাচ্ছে। তাই এই আর্জিতে কোনও সাড়া দেয়নি সুপ্রিম কোর্ট।