‘আম্বানি-আদানিদের সাহায্য করতেই কি ওঁকে পাঠিয়েছেন পরমাত্মা?’, মোদীকে তীব্র আক্রমণ রাহুলের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সপ্তম তথা শেষ দফার ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর কটাক্ষ, “ওঁর (মোদীর) পরমাত্মা কি ওঁকে আম্বানি, আদানিদের সাহা্য করতে পাঠিয়েছেন?”

প্রধানমন্ত্রী সম্প্রতি দাবি করেছেন, তাঁর ধারণা পরমাত্মা তাঁকে কোনও বিশেষ লক্ষ্য পূরণ করতে পাঠিয়েছেন। সেই লক্ষ্যপূরণ না হলে পরমাত্মা তাঁকে ডেকে নেবেন না। তাঁর জন্ম কোনও সাধারণ ঘটনা নয় বলেও দাবি করেন মোদী। তিনি বলেন, ঈশ্বরই তাঁকে বিভিন্ন কাজ করার জন্য ‘নির্দেশ’ দেন। এর পরেই প্রশ্ন ওঠে, প্রধানমন্ত্রী কি তবে বলতে চাইছেন জৈবিক উপায়ে তাঁর জন্ম হয়নি?

উত্তরপ্রদেশে ভোটের প্রচারে গিয়ে এই বিষয়ে মোদীকে বিঁধলেন রাহুল। এর আগে বিহারের মাটিতে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, “ইডির জেরা থেকে বাঁচতেই এখন নরেন্দ্র মোদী বলছেন, পরমাত্মার কথায় সব কাজ করছেন।”

error: Content is protected !!